kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

বিয়ে না করা পর্যন্ত সিঙ্গল

রংবেরং ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিয়ে না করা পর্যন্ত সিঙ্গল

কিয়ারা আদভানি

হালে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। গেল এক বছরে অনেকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেছে। সবচেয়ে বেশি খবরে এসেছে কিয়ারা আর সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জন। তবে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থের সঙ্গে প্রেমের খবর উড়িয়ে দিলেন অভিনেত্রী। নিজেকে সিঙ্গল দাবি করে ‘নো ফিল্টার নেহা’ শোতে তিনি বলেন, ‘বিয়ের আগ পর্যন্ত সিঙ্গল—আমি এই মন্ত্রে ভীষণ বিশ্বাস করি। যেহেতু আমি বিয়ে করিনি, তাই অবশ্যই সিঙ্গল আছি।’

গেল কয়েক বছরে দীপিকা পাড়ুকোন বিয়ে করেছেন বলিউড সহকর্মী রণবীর সিংকে। সোনম কাপুর আবার বিয়ে করেছেন অভিনয় জগতের বাইরের মানুষকে। তবে সিনেমা জগতের কারো সঙ্গে প্রেম-বিয়েতে আপত্তি নেই কিয়ারার, ‘আমাদের পেশায় এতটা ব্যস্ত থাকতে হয় যে বাইরের কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ হওয়ার সুযোগ কম। কোনো অভিনেতার সঙ্গে প্রেম বা বিয়ে তাই খুবই স্বাভাবিক, আমার এতে আপত্তি নেই।’ অক্ষয় কুমারের সঙ্গে কিয়ারার নতুন ছবি ‘লক্ষ্মী বম’ মুক্তি পাবে দিওয়ালিতে।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা