kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

আরো খবর

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ২৫ বছর পূর্তি হয়েছে গতকাল। রাজ-সিমরানের মতো চরিত্রের কারণেই ছবিটি কালজয়ী, মন্তব্য করেছেন ছবির অভিনেত্রী কাজল।

► দুই বছর পর শুটিংয়ে ফিরছেন শাহরুখ খান। নভেম্বরে যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবিতে অভিনয় করবেন তিনি।

► বেলভিউ হাসপাতালে ভর্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অমিতাভ বচ্চন।

► উইলিয়াম শেকসপিয়ারের পর এবার আগাথা ক্রিস্টির লেখা নিয়ে সিনেমা বানাবেন বিশাল ভরদ্বাজ।

► জনপ্রিয় মালয়ালাম অভিনেতা পৃথ্বীরাজ করোনায় আক্রান্ত হয়েছেন।

► অনুরাগ বসুর মুক্তির অপেক্ষায় থাকা নেটফ্লিক্স ছবি ‘লুডো’র ট্রেলারের ভূয়সী প্রশংসা করেছেন আমির খান।

► লিম্ফোমায় আক্রান্ত হয়েছেন অস্কারজয়ী অভিনেতা জেফ ব্রিজেস। নিজেই চিকিত্সার অগ্রগতি সম্পর্কে ভক্তদের অবহিত করবেন বলেও জানান অভিনেতা।

► মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা মেগান ট্রেইনর।

► অভিনেতা রবার্ট রেডফোর্ডের ছেলে তথ্যচিত্র নির্মাতা জেমস রেডফোর্ড ৫৮ বছর বয়সে মারা গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা