kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

বন্ধু ছাড়াই বাজিমাত

রংবেরং ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবন্ধু ছাড়াই বাজিমাত

বলিউডে বন্ধু নেই—সাফল্য না পাওয়া ‘বহিরাগত’ অভিনেতা-অভিনেত্রীর অনেকেরই ব্যর্থতার বড় অজুহাত এটি। তাঁদের মতে, বলিউডে প্রভাবশালী মহলে প্রচুর বন্ধু, তাদের সঙ্গে নিয়মিত পার্টি না করলে নাকি কাজ মেলে না। অথচ ইলিয়ানা ডি’ক্রুজ বলছেন উল্টোটা। হাতে গোনা কয়েকজন বন্ধু নিয়েই বলিউডে তিনি বাজিমাত করেছেন। বছর আটেক আগে হিন্দি সিনেমায় নাম লেখানো ইলিয়ানা ‘বরফি’, ‘রুস্তম’, ‘বাদশাহো’, ‘রেইড’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। এত সাফল্য এসেছে বন্ধু ছাড়াই। ‘আমি খুবই অন্তর্মুখী স্বভাবের। তাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এত দিন হয়ে গেল, কেবল দুই কি তিনজনের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়েছে, যারা আমার সম্পর্কে সব জানে। এটা কিছুটা অদ্ভুত হলেও এটাই আমার ধরন,’ বলেন অভিনেত্রী। বরুণ ধাওয়ান, অজয় দেবগণ, অর্জুন কাপুর, রণবির কাপুর, নার্গিস ফাকরিসহ অনেকের সঙ্গে কাজ করলেও কারো সঙ্গেই সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি বলেও জানান তিনি। নিয়মিত বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে না যাওয়ায় তাঁকে নিয়ে খবরও হয় কম। ইলিয়ানাকে কেবল পাওয়া যায় ছবি মুক্তির আগেই। এ নিয়ে তাঁর অবশ্য কোনো আপত্তি নেই, ‘আমার লক্ষ্য ভালো ছবি করা; আলোচনায় থাকা নয়।’

অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রীর নতুন ছবি ‘দ্য বিগ বুল’ শিগগিরই মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা