kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

মুরালিধরন হচ্ছেন না

রংবেরং ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুরালিধরন হচ্ছেন না

কিছুদিন আগেই খবর হয়, শ্রীলঙ্কান অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক ‘৮০০’-তে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেথুপতি। নতুন খবর, ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিও প্রকাশ করেছেন অভিনেতা। ছবিটিতে বিজয়ের অভিনয়ের খবর প্রকাশের পরই তীব্র সমালোচনা শুরু হয়। কারণ মুরালিকে সব সময়ই তামিলদের বিরুদ্ধে শ্রীলঙ্কা সরকারের অবস্থানের কট্টর সমর্থক বলে মনে করা হয়। সেই মুরালির বায়োপিকেই একজন তামিল অভিনয় করবেন—এটা অনেকেই মানতে পারেননি। ব্যাপক সমালোচনার পর বিজয়কে লেখা এক চিঠিতে মুরালি তাঁকে অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে ছবিটি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। এর পরই বিজয় এই সিদ্ধান্ত নেন। টুইটে মুরালির চিঠির কিছুটা অংশ পোস্ট করে বিজয় লেখেন, ‘ধন্যবাদ, বিদায়।’

ছবিটিতে বিজয়ের জায়গায় কে অভিনয় করবেন সেটা এখনো ঠিক হয়নি।

 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসাতদিনের সেরা