kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

এফডিসিতে নির্বাচনী হাওয়া

রংবেরং প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএফডিসিতে নির্বাচনী হাওয়া

পরিচালক সমিতির নির্বাচন ঘিরে এফডিসিতে এখন উৎসবমুখর পরিবেশ। ২৫ ডিসেম্বর নির্বাচন হবে শোনা গেলেও বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন জানান, ৩১ ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব নয়। তবে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

খোকন বলেন, ‘পরিচালক সমিতি বাণিজ্য অধিদপ্তরের অধীন একটি সংগঠন। তারা জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো নির্বাচন করা যাবে না। ৩১ ডিসেম্বরের পর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে। তখন কোনো বাধা থাকবে না। বিষয়টি নিয়ে আমরা পরিচালকদের সঙ্গে বৈঠক করেছি। সবাই ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।’

এবার নির্বাচনে তিনটি প্যানেলের কথা শোনা যাচ্ছে। বদিউল আলম খোকন ও এস এ হক অলিক, শাহ আলম কিরন ও শাহীন সুমন এবং সোহানুর রহমান সোহান ও সাফি উদ্দিন সাফি প্যানেল তৈরি করে ভোটারদের মাঝে প্রচারণাও শুরু করেছেন। সব ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিকেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন পর পর দুইবার নির্বাচিত ও বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

মন্তব্যসাতদিনের সেরা