kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

আরো খবর

২০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে► ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’ হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। গতকাল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এবার ১৫তম আসরে ১৪টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

► গেল বছরের অন্যতম ব্যবসাসফল ছবি ‘বাধাই হো’র সিক্যুয়ালে দেখা যাবে রাজকুমার রাও ও ভূমি পেদনেকরকে। প্রথম কিস্তিতে ছিলেন আয়ুষ্মান খুরানা ও সানিয়া মালহোত্রা।

ম       ‘জার্সি’ রিমেকের শুটিং শেষ করেছেন শহিদ কাপুর।

► পাঁজরের চোট নিয়েও ‘লাল সিং চাড্ডা’র শুটিং চালিয়ে যাচ্ছেন আমির খান।

► হিন্দি থ্রিলারের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল, তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি। পরিচালক দিয়েছেন আরেকটি বাংলা ছবির খবর—১৬ নভেম্বর থেকে শুরু হবে শবর সিরিজের নতুন ছবি ‘তীরন্দাজ শবর’-এর শুটিং।

► অফসেটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে চলমান সমালোচনার মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন কার্ডি বি।

► লিয়াম নেসনের নতুন ছবি ‘অনেস্ট থিভ’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসের শীর্ষে পৌঁছেছে।

► নতুন সিঙ্গল ‘পজিশন’ প্রকাশের ঘোষণা দিয়েছেন আরিয়ানা গ্রান্দে।

► সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে উৎসর্গ করে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজর্ষি দে। তারকাবহুল ছবিতে আছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা