kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

কমান্ডো নিয়ে দুবাই

রংবেরং প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকমান্ডো নিয়ে দুবাই

করোনার আগে ‘কমান্ডো’ ছবির শুটিং স্পটে দেব

বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ‘কমান্ডো’ ছবিতে অভিনয় করছেন ওপার বাংলার দেব। শুটিং শুরুর কিছুদিনের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে অনিশ্চয়তার মধ্যে পড়ে ছবিটি। ব্যাংককে যাওয়ার কথা থাকলেও মার্চে সব বুকিং বাতিল করতে হয় পরিচালক শামীম আহমেদ রনিকে। ভালো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন প্রযোজক। সেই ক্ষতি পুষিয়ে দিতে এবার উদ্যোগ নিয়েছেন দেব। ১৪ অক্টোবর কলকাতার টিম নিয়ে দুবাই যান তিনি। বাংলাদেশ থেকে পরিচালক রনিও হাজির হন সেখানে। টানা পাঁচ দিন লোকেশন দেখে সিদ্ধান্ত নিয়েছেন ১ নভেম্বর থেকে শুটিং শুরু করার। ‘কমান্ডো’র প্রধান সহকারী পরিচালক পূজন মজুমদার বলেন, ‘এবার টানা শুটিং শেষ করব আমরা। লোকেশনের সঙ্গে মিলিয়ে দু-একটা দৃশ্যের পরিবর্তন আনতে হতে পারে। দেব দাদা সহযোগিতা করছেন ব্যক্তিগতভাবে। আমি বাংলাদেশ থেকে রনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম নিয়মিত। তিনি (১৯ অক্টোবর) গতকাল দেশে ফিরেছেন বাজেট ও অন্যান্য বিষয় নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলার জন্য। বাংলাদেশের ইউনিটের ২৯ অক্টোবর দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা।’

মন্তব্যসাতদিনের সেরা