kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

অনন্য সম্মান

রংবেরং ডেস্ক   

১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅনন্য সম্মান

১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান’ নানা কারণেই চলচ্চিত্র ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ছবিতে বৈমানিক ম্যাভেরিক চরিত্র করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান টম ক্রুজ। এবার এই ছবির কল্যাণে মার্কিন নৌবাহিনীর ‘সম্মানজনক নৌ বৈমানিক’ খেতাব পেলেন টম। ৫৮ বছর বয়সী অভিনেতা হলেন ‘সম্মানজনক নৌ বৈমানিক’ খেতাব পাওয়া ৩৫তম ব্যক্তি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে পারামাউন্ট স্টুডিওতে এক অনুষ্ঠানে টমকে এই খেতাব দেওয়া হয়। তাঁর সঙ্গে এই খেতাব পেয়েছেন ‘টপ গান’সহ অনেক গুরুত্বপূর্ণ হলিউড সিনেমার প্রযোজক জেরি ব্রাকহেইমারও। এক বিবৃতিতে মার্কিন নৌ-বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, “চলচ্চিত্রের ইতিহাসে ‘টপ গান’ অন্য রকম একটি জায়গা দখল করে আছে। এটি শুধু বিমান চালনা নিয়ে অসাধারণ এক সিনেমাই নয়, বরং এই ছবির প্রতিটি চরিত্র, সংলাপ আর দর্শন কয়েক প্রজন্ম আমেরিকানের মন জয় করেছে। এই সিনেমা লাখ লাখ মানুষের হৃদয় জিতেছে, নৌ-বিমান বাহিনী সম্পর্কে ইতিবাচক ইমেজ তৈরি করেছে।’

দীর্ঘ বিরতির পর ‘টপ গান’-এর সিক্যুয়াল এ বছরই মুক্তির কথা ছিল; কিন্তু করোনার কারণে তা এক বছর পিছিয়ে গেছে। 

 

সূত্র : ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা