kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

মাঝরাতে উদ্ভট সব কাণ্ড

রংবেরং প্রতিবেদক   

১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাঝরাতে উদ্ভট সব কাণ্ড

চা খেতে ভালোবাসেন মাহিয়া মাহি। শুটিং স্পটে তাঁর জন্য তৈরি হয় স্পেশাল চা। বাসায়ও সময় পেলে নিজেই তৈরি করে নেন চা। ১৬ অক্টোবর মাঝরাতে হঠাৎ চা খাওয়ার ইচ্ছা জাগে ‘অগ্নি’ নায়িকার। সঙ্গে ছিলেন তিন বন্ধু। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন বাসায় নয়, বাইরে কোথাও গিয়ে চা খাবেন। রাত ৩টায় বের হলেন বাসা থেকে। প্রথমে উত্তরা, মিরপুর, এরপর শাহবাগ—কোথাও মেলেনি এক কাপ চা। শেষ পর্যন্ত পুরান ঢাকার একটি টং দোকানে গিয়ে পেলেন চায়ের দেখা।

মাহি বলেন, ‘রাতে মাঝে মাঝে এমন উদ্ভট কাণ্ড ঘটিয়ে ফেলি। মন যা চায় সেটা করতে ভালো লাগে। কিছুদিন আগে একবার মনে হলো ইলিশ ভাজা খাব, রওনা হলাম মাওয়া ঘাটে। কোনো কোনো সময় আরো দূরে যাওয়া হয়। আর চায়ের নেশা লাগলে তো কথাই নেই!’

মন্তব্যসাতদিনের সেরা