kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

শুরুতেই হোঁচট

রংবেরং ডেস্ক   

২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশুরুতেই হোঁচট

ডেমি লোভাটো

এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা ডেমি লোভাটো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন কমই। খবরে এসেছেন মাদকাসক্তি, বিচ্ছেদ ইত্যাদি কারণে। দীর্ঘদিন হাসপাতাল আর পুনর্বাসনকেন্দ্রে কাটিয়ে ফেরার পর ঘোষণা দিয়েছিলেন নতুন করে জীবন শুরুর। সেই লক্ষ্যে জুলাই মাসে বাগদান হয় অভিনেতা ম্যাক্স এরিচের সঙ্গে। কিন্তু বিধিবাম! দিন কয়েক আগেই জানা গেল তাঁদের বাগদান ভেঙে যাওয়ার খবর। ‘নতুন জীবন’-এর শুরুতেই এমন হোঁচটে ভীষণ আহত হয়েছেন গায়িকা। ‘ও একেবারেই ভেঙে পড়েছে। ও ভাবতেই পারেনি ম্যাক্স ওর সঙ্গে প্রেমের ভান করেছে, সত্যিকারের সম্পর্কে ছিল না,’ বলেন ডেমির কাছের এক বন্ধু। তবে ঠিক কী নিয়ে দুজনের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে সেটা বলতে চাননি। মানসিকভাবে ভেঙে পড়লেও ডেমি মাদক থেকে দূরে আছেন বলেও জানান তিনি। গেল বছরের শেষের দিকে ডেমি লোভাটো ও ম্যাক্স এরিচের সম্পর্ক নিয়ে প্রথম শোনা যায়।

এ বছরের মার্চে লকডাউন শুরুর পর দুজন একসঙ্গেই ঘরবন্দি ছিলেন। সম্পর্ক ভাঙা নিয়ে ডেমি অভিযোগের তীর ম্যাক্সের দিকে তুললেও অভিনেতা এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন। সংবাদমাধ্যমেই তাঁদের বাগদানের খবর প্রথম দেখেন বলেও মন্তব্য করেন।

সূত্র : ফক্স নিউজ

মন্তব্য