kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

শুকরিয়া

রংবেরং প্রতিবেদক   

২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুকরিয়া

২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায় মাহমুদ দিদারের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। নাম ভূমিকায় জয়া আহসান। ২০১৬ সালে শুরু হয় শুটিং। অনুদানের টাকায় ছবিটির নির্মাণব্যয় পুরোপুরি মেটানো সম্ভব হয়নি। পরে সহপ্রযোজক হিসেবে যুক্ত হয় ইমপ্রেস টেলিফিল্ম। তবু নানা কারণে ধীরগতিতে চলেছে ছবিটির শুটিং। দুই দিনের শুটিং বাকি রেখেই গত বছর পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন পরিচালক। প্রকাশ করেছেন টিজারও। অজানা কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি। হঠাৎ করেই পরিচালক ঘোষণা দেন, নতুন করে দুই দিন শুটিং করবেন। অবশেষে সাভারে ডিপজলের শুটিংবাড়িতে দীর্ঘদিন পর সার্কাসকর্মীর বেশে ক্যামেরার সামনে দাঁড়ালেন জয়া আহসান। ২৮ সেপ্টেম্বর ছবির শুটিং সম্পন্ন করে ফেসবুকে জয়া আহসানের সঙ্গে একটি ছবি দেন পরিচালক। ক্যাপশনে লেখেন, ‘শুকরিয়া’। পরিচালক জানালেন, শিগগিরই  মুক্তির নতুন তারিখ ঘোষণা করবেন।

মন্তব্য