kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় শুরু করোনায়ই শেষ

রংবেরং ডেস্ক   

২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় শুরু করোনায়ই শেষ

অক্ষয় কুমার ও বাণী কাপুর

কেবল বক্স অফিসে সাফল্যই নয়, শুটিং সেটে কঠোর নিয়মানুবর্তিতার জন্যও বিশেষ সুনাম আছে অক্ষয় কুমারের। সেটার আরো একটা নজির দেখা গেল। করোনার পর অনেকে যখন শুটিং শুরু করে হিমশিম খাচ্ছেন, অক্ষয় তখন পুরো একটা ছবির শুটিং শেষ করে ফেলেছেন! ভারত তো বটেই, করোনাকালে শুরু ও শেষ হওয়া বিশ্বের প্রথম চলচ্চিত্রও এটিই। ২০ আগস্ট স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর লন্ডনে শেষ হয়েছে ছবিটির শুটিং। এই ছবির জন্য নিজের ১৮ বছরের নিয়ম ভেঙেছেন অভিনেতা। গেল প্রায় দুই দশকে কখনোই ডাবল শিফটে কাজ করেননি অক্ষয়। তবে এবার করোনা বাস্তবতায় দ্রুত ছবির কাজ শেষ করতে ‘বেল বটম’-এর কাজ ডাবল শিফটে করেন। বড় কোনো ঝামেলা ছাড়াই ছবিটি শেষ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অক্ষয়, ‘দলগত প্রচেষ্টার কারণেই এটা সম্ভব হয়েছে, সবার প্রতি আমি কৃতজ্ঞ। সব ক্রু, তিন নায়িকা বাণী [কাপুর], লারা [দত্ত], হুমা [কুরেশি], প্রযোজক-পরিচালক সবাই নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল। নিউ নরমালে শুটিং করা অনেক বড় চ্যালেঞ্জ। সবাইকে নিরাপদ রেখে সেটা আমরা সম্ভব করেছি।’

প্রায় ২০০ শিল্পী-কলাকুশলীকে বিদেশে নিয়ে গিয়ে ঠিকঠাকভাবে শুটিং শেষ করতে পেরে আনন্দিত ছবির অন্যতম প্রযোজক জ্যাকি ভ্যাগনানিও। করোনাকলে ছবির অভিজ্ঞতা ভাগ করেছেন ছবির অভিনেত্রী বাণী কাপুর, ‘শুটিংয়ের অভিজ্ঞতা খুবই মজার ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এত বড় ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করে কাজটা সহজ ছিল না। এ জন্য সবারই ধন্যবাদ প্রাপ্য।’

১৯৮০-র দশকের পটভূমিতে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত স্পাই থ্রিলার ‘বেল বটম’ মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের আগস্টেই। কিন্তু করোনার কারণে ছবিটি পিছিয়ে যায়। এখন ছবিটি মুক্তি পাবে ২০২১ সালের ২ এপ্রিল।

এদিকে ‘বেল বটম’-এর শুটিং শেষের ঘোষণার দিনই খবর এসেছে ভারতের সিনেমা হল খুলে যাওয়ার। প্রায় সাত মাস পর ১৫ অক্টোবর থেকে খুলবে পুরো ভারতের প্রেক্ষাগৃহগুলো।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য