কবুলিয়তনামা
এটিএন বাংলায় রাত ৮টা ৪০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কবুলিয়তনামা’। রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, বন্যা মির্জা, ডা. এজাজ, আরফান আহমেদ, প্রভা, আ খ ম হাসান, রওনক হাসান, তানিয়া প্রমুখ।
ফার্স্ট প্রেসিডেনশিয়াল ডিবেট
এ বছরের মার্কিন নির্বাচন সামনে রেখে আজ হবে প্রথম প্রেসিডেনশিয়াল ডিবেট।