kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

বর্তমান ও প্রাক্তনের সঙ্গে

রংবেরং ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবর্তমান ও প্রাক্তনের সঙ্গে

গত বছরই ঘোষণা এসেছে, ১৯৫২ সালের ক্লাসিক ‘বৈজু বাওরা’ রিমেক করবেন সঞ্জয়লীলা বানসালি। তখন ছবির একটি চরিত্রে অজয় দেবগণের নাম শোনা গিয়েছিল। এ বছরের শুরুর দিকে শোনা যায়, আরেকটি চরিত্রে অভিনয় করবেন বানসালির প্রিয় পাত্র রণবির সিং। তবে নতুন খবর, চিত্রনাট্য ও বৈজু চরিত্রের সঙ্গে অনেক বেশি মানানসই হওয়ায় রণবির কাপুরকে চূড়ান্ত করেছেন পরিচালক। ছবিতে রণবিরের সঙ্গে প্রধান দুই নারী চরিত্র করবেন তাঁর বর্তমান ও সাবেক প্রেমিকা আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন! এ ছাড়া অজয়ের স্থলাভিষিক্ত হতে পারেন হৃতিক রোশান। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এ রকম খবরই জানিয়েছে ওপার বাংলার আনন্দবাজার পত্রিকা। আগে জানানো হয়েছিল, ২০২১ সালেই ছবিটি মুক্তি পাবে। কিন্তু করোনা পরিস্থিতিতে এখনো শুটিংই শুরু হয়নি। পিরিয়ড ছবিটির প্রি-প্রডাকশন ও পোস্ট-প্রডাকশন মিলিয়ে শেষ হতে লম্বা সময় লাগবে, নিশ্চিতভাবে ‘বৈজু বাওরা’ ২০২২ সালের আগে মুক্তি পাবে না। বানসালি ও আলিয়া অবশ্য এখন একসঙ্গেই কাজ করছেন। মুম্বাই ফিল্ম সিটিতে তাঁরা ব্যস্ত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শুটিং নিয়ে।

১৯৫২ সালের বিজয় ভাট পরিচালিত সংগীতপ্রধান ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ভরত ভূষণ ও মীনা কুমারী। সংগীত পরিচালনায় ছিলেন নৌশাদ।

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্যসাতদিনের সেরা