kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

যক্ষ্মা রোগে ভুগছেন

রংবেরং প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযক্ষ্মা রোগে ভুগছেন

সিঙ্গাপুরে স্ত্রীর সঙ্গে ফারুক

উন্নত চিকিৎসার জন্য ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গেছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর ২৮ সেপ্টেম্বর থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসা। বেশ কিছু পরীক্ষার পর জানা গেল, ফারুক যক্ষ্মা রোগে ভুগছেন। তবে ভয়ের কিছু নেই বলে জানান তিনি। বলেন, ‘আমার চিকিৎসা চলছে ডাক্তার লাই চুংয়ের তত্ত্বাবধানে। চার সপ্তাহ তাঁরা আমাকে দেখবেন। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব।’ কোরবানির ঈদের পর থেকেই ফারুক অসুস্থ। শুরুতে ইউনাইটেডে ভর্তি হয়েছিলেন। এরপর অবস্থার অবনতি হলে নেওয়া হয় এভারকেয়ারে। সিঙ্গাপুরে ফারুকের সঙ্গে আছেন স্ত্রী ফারহানা।

মন্তব্যসাতদিনের সেরা