kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

গায়ক ভিন ডিজেল

রংবেরং ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগায়ক ভিন ডিজেল

ভিন ডিজেল

হালে অভিনেতার গায়ক বনে যাওয়ার যেন ধুম পড়েছে। দিন কয়েক আগে গায়ক হিসেবে অভিষেক হয়েছে টাইগার শ্রফের। এবার একই দলে নাম লেখালেন হলিউড অভিনেতা ভিন ডিজেল। ২৫ সেপ্টেম্বর তাঁর গান প্রথম শোনা যায় গায়িকা কেলি ক্লার্কসনের ইউটিউব শোতে। এরপর ‘ফিল লাই আই ডু’ মুক্তি পায় মিউজিক স্ট্রিমিং সাইট ‘স্পটিফাই’তে। নওরোজিয়ান ডিজে কাইগোর সঙ্গে মিলে এই ডান্স ট্রাকটি অভিনেতা দীর্ঘ লকডাউনে ঘরবন্দি থাকার সময়ই তৈরি করেছেন বলে জানান। ‘ভাবলাম নতুন কিছু একটা চেষ্টা করে দেখি। কাইগোকে অনেক ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’ বলেন ডিজেল। কেলিও তাঁর শোতে গায়ক ভিন ডিজেলের অভিষেক হওয়ায় সম্মানিত বোধ করছেন বলে জানান। গান ছাড়াও ডিজেল কথা বলেন সিনেমা নিয়ে। জানান, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নবম কিস্তি মুক্তি পাবে ২০২১ সালের ২ এপ্রিল।

 

সূত্র : ভ্যারাইটি

মন্তব্যসাতদিনের সেরা