kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

হৃদিতা নিয়ে এখনো গোলযোগ

রংবেরং প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহৃদিতা নিয়ে এখনো গোলযোগ

সরকারি অনুদান পাওয়া ‘হৃদিতা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পূজা চেরি। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায়, আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে ছবিটি নির্মিত হওয়ার কথা ছিল। ছবিটির গল্প এত পছন্দ হয়েছিল যে অন্তত পাঁচটি ছবির কাজ ফিরিয়ে দিয়েছিলেন পূজা। শুধু তা-ই নয়, পরিচালকের কাছে গ্রুমিংও শুরু করেছিলেন। কে জানত হঠাৎ করে ‘হৃদিতা’ নির্মাণে বাধা আসবে? ২৭ সেপ্টেম্বর অনিয়ম, অনুদানের শর্ত লঙ্ঘন ও নীতিমালা না মানার অভিযোগে ৭২ ঘণ্টার মধ্যে ‘হৃদিতা’র অনুদান বাতিল ও সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাদুকাঠির কর্ণধার মো. মিজানুর রহমান। তাঁর অভিযোগ, ছবিটি নির্মাণের জন্য আনিসুল হকের কাছ থেকে অনুমোদনের পাশাপাশি শিল্পীদের সাইনিং মানি ও মহরতের সব খরচ তিনিই বহন করেছেন। অথচ অনুদান পাওয়ার পর ইস্পাহানি আরিফ জাহান তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। গতকাল খবরটি পাওয়ার পর পূজা নিজেও হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘কোনো ছবির জন্য এতটা পরিশ্রম করিনি। নিজেকে প্রস্তুত করেছিলাম। শেষ মুহূর্তে ছবিটি স্থগিত হবে ভাবিনি। আগে বিষয়টির সুরাহা হোক, তারপর অভিনয় নিয়ে ভাবব। এই মুহূর্তে আর কিছু বলতে চাই না।’

মন্তব্যসাতদিনের সেরা