kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

নতুন অধ্যায়ের শুরু

রংবেরং প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন অধ্যায়ের শুরু

প্রযোজনায় আসার ঘোষণা দিয়েছেন আগেই। জানিয়েছিলেন প্রথম কাজটি হবে একটি ওয়েব সিরিজ, যেটির চিত্রনাট্য করেছেন অভিনেত্রী নিজেই। গতকাল সোহানা সাবা জানালেন তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘খামারবাড়ি’। সিলেটের নাজিমগড় রিসোর্টে গতকালই শুরু করেছেন ৬ পর্বের সিরিজ ‘টুইন রিটার্নস’-এর শুটিং। সেখান থেকে মুঠোফোনে সাবা বলেন, ‘পাণ্ডুলিপিটা লিখেছিলাম সাত বছর আগে, এবার লকডাউনে পুরোটা নতুন করে সাজিয়েছি। অবশেষে আমার ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। নিজেই প্রযোজক, অভিনয়ও করছি একটি চরিত্রে। সবদিক সামলাতে একটু হিমশিম খেতে হচ্ছে। সিলেটের পর ঢাকা এবং দেশের বাইরেও শুটিং করব সিরিজটির।’

‘টুইন রিটার্নস’ প্রচারিত হবে বিঞ্জ অ্যাপে। পরিচালনা করছেন আলোক হাসান। সাবা ছাড়াও অভিনয়ে আরো আছেন মনোজ প্রামাণিক, রুনা খান, মাজনুন মিজান, সুষমা সরকার, সায়ান্তনি ত্বিষা, রাহাত ও ভারতের সৌরভ চক্রবর্তী।

মন্তব্যসাতদিনের সেরা