kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

আরো খবর

২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► মা হয়েছেন সংগীতশিল্পী মালিহা তাবাস্সুম খেয়া। ২৪ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ২০১৩ সালে খেয়ার ক্যান্সার ধরা পড়ে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

► গোয়াতে ছবির শুটিং স্থগিত করে ভারতের নার্কোটিকস বিভাগের সমনে হাজিরা দিতে মুম্বাই পৌঁছেছেন দীপিকা পাড়ুকোন। আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা। দীপিকার সঙ্গে আছেন তাঁর স্বামী রণবীর সিং। এদিকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেত্রী রাকুলপ্রীত সিংকে।

► জনপ্রিয় তেলেগু অভিনেতা বিজয় দেবারকন্ডার বলিউড অভিষেক হতে পারে। ২০১৯ সালে বালাকোট বিমান হামলার ওপর ভিত্তি করে ছবিটি তৈরি করবেন অভিষেক কাপুর।

► নেটফ্লিক্সের সঙ্গে ১০০ কোটি রুপির চুক্তি করেছেন শহিদ কাপুর। তবে কোনো পক্ষই খবরটি নিশ্চিত করেনি।

► মাত্র দুই মাসের মাথায় ভেঙে গেছে ডেমি লোভাটো ও ম্যাক্স এরিচের সম্পর্ক।

► বছরের শুরুর দিকে রানওয়েতে ছোট দুর্ঘটনার পর ফের বিমান চালানোর অনুমতি পেয়েছেন হ্যারিসন ফোর্ড।

মন্তব্যসাতদিনের সেরা