kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

প্রয়াত বালা

রংবেরং ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রয়াত বালা

এস পি বালাসুব্রামনিয়াম

করোনার কাছে হার মানলেন ভারতের কিংবদন্তী গায়ক, সুরকার এস পি বালাসুব্রামনিয়াম। গতকাল চেন্নাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। ৫ আগস্ট করোনায় আক্রান্ত হন। টুইটারে নিজেই জানিয়েছিলেন অবস্থা ততটা গুরুতর নয়। যদিও পরে ভর্তি করতে হয় হাসপাতালে। ৭ সেপ্টেম্বর তিনি করোনামুক্ত হন। এরপর ফের অবস্থা খারাপ হলে নিতে হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অবশেষে চলেই গেলেন।

১৯৪৬ সালে তামিলনাড়ুতে জন্ম নেওয়া বালা বিভিন্ন ভাষায় গেয়েছেন ৪০ হাজারেরও বেশি সিনেমার গান। ‘এক দুজে কে লিয়ে’, ‘রোজা’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌ..!’সহ জনপ্রিয় অনেক ছবিতেই গেয়েছেন।

ছয়টি জাতীয় পুরস্কার ছাড়াও পেয়েছেন ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’।

 

সূত্র : ডেকান ক্রনিকল

মন্তব্যসাতদিনের সেরা