kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

নবাব ও আব্বাস-আকবর

২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনবাব ও আব্বাস-আকবর

বহুদিন পর জমজমাট এফডিসি। কয়েকটি ফ্লোরে চলছে শুটিং। বৃহস্পতিবারের ঘটনা, সাইফ চন্দনের নির্মাণে একটি চেয়ারের বিজ্ঞাপনচিত্রের শুটিং করলেন ইমন ও নিরব। ১০ বছর পর দুই বন্ধু একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে। এখানে নিরব হাজির হয়েছেন তাঁর ‘আব্বাস’ ছবির গেটাপে, আর মুক্তিপ্রতীক্ষিত ‘আকবর’-এর গেটাপে ইমন। সন্ধ্যার পর দুই বন্ধু গেলেন পাশের ফ্লোরে, সেখানে ‘নবাব এলএলবি’র শুটিং করছেন শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া। ইমন-নিরবের লুক ভীষণ পছন্দ করেছেন শাকিব খান। গল্প-আড্ডার পর তাঁদের সঙ্গে ছবিটি তুলেছেন ‘হিরো দ্য সুপারস্টার’।

মন্তব্যসাতদিনের সেরা