kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

আরো খবর

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকী। ২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। আগে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদের আবেদন করেছিলেন আলিয়া।

► স্কটল্যান্ডে ‘বেল বটম’-এর শুটিং শেষে অক্টোবরেই ‘পৃথ্বিরাজ’-এর শুটিং করবেন অক্ষয় কুমার। বড় বাজেটের ছবিটির প্রযোজক যশরাজ ফিল্মস।

► নতুন অভিনেত্রী শর্বরীর সঙ্গে তিন বছরের চুক্তি করছে যশরাজ ফিল্মস। শর্বরী এর মধ্যেই ‘বান্টি অওর বাবলি ২’-এর কাজ শুরু করেছেন।

► এমা স্টোন ও ডেভ ম্যাকক্যারি গোপনে বিয়ে করেছেন, পশ্চিমা সব গণমাধ্যম এমন খবর করলেও এমা এ বিষয়ে প্রতিক্রিয়া দেননি। মার্চে তাঁদের বিয়ের কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়।

► প্রথম সন্তানের মা-বাবা হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জিজি হাদিদ ও জায়ান মালিক।

► যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে ১৩ লাখ মাস্ক অনুদান দিয়েছেন মার্ক ওয়ালবার্গ।

► করোনার কারণে ফের পেছাচ্ছে মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’, ‘ইটার্নালস’ ও ‘শাং-চি’র মুক্তি। ছবি তিনটি মুক্তি পাবে ২০২১ সালের ৭ মে, ৫ নভেম্বর ও ৯ জুলাই।

মন্তব্যসাতদিনের সেরা