kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

মহাশূন্যে শুটিংয়ে যাবেন ক্রুজ

রংবেরং ডেস্ক   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমহাশূন্যে শুটিংয়ে যাবেন ক্রুজ

বয়স ৫৮ বছর। কিন্তু পর্দার টম ক্রুজকে দেখে তা কে বলবে! এই বয়সেও ঝুঁকিপূর্ণ সব স্টান্ট নিজেই করেন। এবার অভিনেতা নিলেন আরেকটি সাহসী সিদ্ধান্ত। নতুন ছবির শুটিংয়ে তিনি পাড়ি দেবেন মহাশূন্যে! মাস ছয়েক আগে প্রথম চাউর হয় খবরটি। তখন সেটি ছিল শুধু গুঞ্জন পর্যায়েই। কিন্তু এবার নিশ্চিতভাবেই জানা গেছে, ২০২১ সালে মহাশূন্যে শুটিং করবেন ‘মিশন ইমপসিবল’ অভিনেতা। ছবিটির নাম জানা যায়নি। মহাশূন্যে ছবিটির আংশিক, নাকি পুরোটিই শুটিং হবে, সেটিও নিশ্চিত নয়। জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন ‘দ্য বর্ন আইডেনটিটি’ খ্যাত ডগ লিম্যান। ছবিটির বাজেট প্রাথমিকভাবে ২০ কোটি ডলার। শুরুতে সেট তৈরি করে শুটিংয়ের কথা থাকলেও টমের আগ্রহেই মহাশূন্যে পাড়ি দেবে ছবির টিম। এটিই প্রথম কোনো ফিচার ফিল্ম, সরাসরি যার শুটিং হবে মহাশূন্যে। ইলন মাস্কের বেসরকারি মহাকাশ সেবা সংস্থা স্পেস এক্স-এর সহায়তায় ২০২১ সালের অক্টোবরে হবে ক্রুজের মহাকাশযাত্রা, যাতে সার্বিক সহায়তা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির এক মুখপাত্র জিম ব্রিডেনস্টান বলেন, ‘স্পেস স্টেশনে টম ক্রুজের সঙ্গে কাজ করতে পেরে নাসা ভীষণ উত্তেজিত। জনপ্রিয় গণমাধ্যমে আমাদের সহায়তা দরকার, যাতে নতুন প্রজন্ম মহাকাশ নিয়ে আগ্রহী হয়। এতে নাসার অনেক উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।’

 

সূত্র : ফক্স নিউজ

মন্তব্যসাতদিনের সেরা