kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

আরো খবর

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

পোস্ট ম্যালোন

► অবশেষে অনলাইনে প্রকাশিত হতে যাচ্ছে সিমলা অভিনীত শেষ ছবি ‘নিষিদ্ধ প্রেম’। রুবেল আনুষ পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে সিমলার বিপরীতে অভিনয় করেছেন ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুন।

► ২০২০ সালে বিশ্বজুড়ে প্রেরণাদায়ী ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ‘টাইম ১০০’ নামের এই তালিকায় আছেন গায়িকা সেলেনা গোমেজ, হালসি, গায়ক দ্য উইকেন্ড। আছেন ভারতীয় অভিনেতা আয়ুষ্মান খুরানাও। এই তালিকায় জায়গা পাওয়ার জন্য আয়ুষ্মানকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

► পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর করেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। মুম্বাইয়ের ভারসোভা থানায় এফআইআর করেন তিনি। এদিকে বাঙালি অভিনেত্রী ও রাজনীতিবিদ রূপা গাঙ্গুলি বলেছেন, তিনি পায়েলের অভিযোগ সত্য    মনে করেন।

► এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়েছেন র‌্যাপার পোস্ট ম্যালোন। ১৫ অক্টোবর হবে এবারের বিলবোর্ড। ২৯ এপ্রিল আসরটি হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়।

► অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের মা জ্যাকি স্ট্যালোন মারা গেছেন। ২১ সেপ্টেম্বর ৯৮   বছর বয়সে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

► চলচ্চিত্র প্রযোজনায় আসছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তাঁর প্রযোজনায় দুটি বাংলা সিনেমার কাজ চলছে বলে জানা গেছে।

► ভালো টিআরপি না পাওয়ায় জি বাংলার সিরিয়াল ‘কাদম্বিনী’ বন্ধ হয়ে যেতে পারে। সিরিয়ালের অভিনেতা ধ্রুব সরকার বলেছেন, ৫ অক্টোবর সিরিয়ালের শেষ পর্ব প্রচারিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা