kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

চাপমুক্ত করবেন

রংবেরং ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাপমুক্ত করবেন

প্রিয়াঙ্কা চোপড়া

নানা কারণেই আজকাল ‘চাপে’ ভোগে মানুষ। করোনার কারণে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মানসিক স্বাস্থ্য নিয়ে। নানা ধরনের সিনেমা ও টিভি সিরিজের সঙ্গে এইচবিও ম্যাক্স অ্যাপ তাই মুক্তি দিচ্ছে ‘চাপমুক্ত’ থাকার সিরিজ ‘আ ওয়ার্ল্ড অব কাম’। অডিও ফরম্যাটে নির্মিত ধ্যানের জন্য সহায়ক এ সিরিজটি যৌথভাবে প্রযোজনা করেছে এইচবিও ও কাম অ্যাপ। ‘আ ওয়ার্ল্ড অব কাম’-এ প্রথম সারির হলিউড তারকাদের সঙ্গে কণ্ঠ দেবেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। অন্য বড় তারকাদের মধ্যে আছেন কেট উইন্সলেট, নিকোল কিডম্যান, কিয়ানু রিভস, ইদ্রিস এলবা, অস্কার আইজ্যাক প্রমুখ। ১ অক্টোবর প্রিমিয়ার হবে অনির্ধারিত চিত্রনাট্যের এ শোটির, এইচবিও ম্যাক্সের গ্রাহকরা যা শুনতে পাবেন বাংলাদেশ থেকেও। সিরিজটির প্রতি পর্বের দৈর্ঘ্য হবে আধাঘণ্টা। বড় তারকাদের সঙ্গে এমন একটি শোর অংশ হতে পেরে আনন্দিত প্রিয়াঙ্কা এক টুইটে বলেন, ‘অসাধারণ একটা টিমের অংশ হতে পেরে ভীষণ উত্তেজিত।’

সূত্র : হলিউড রিপোর্টার

মন্তব্যসাতদিনের সেরা