kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

জাপানে পুরস্কৃত শনিবার বিকেল

রংবেরং প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাপানে পুরস্কৃত শনিবার বিকেল

‘শনিবার বিকেল’-এর একটি দৃশ্য

জাপানের ফুকোওকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কুমামোটো সিটি পুরস্কার পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানান ফারুকী নিজেই। “আমি ফুকোওকাকে ধন্যবাদ জানাতে চাই অনেকগুলো ভালো চলচ্চিত্রের সঙ্গে আমাদের ছবিটিও পছন্দ করাতে। তাঁদের দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই যাঁদের ভোটে ‘শনিবার বিকেল’ জয়লাভ করেছে। আমার পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন ছবিটির বাস্তব রূপ দেওয়ার জন্য। বাংলাদেশি দর্শকও শিগগিরই ছবিটি দেখতে পাবেন, আমি শুধু এই আশাই করতে পারি।”

‘শনিবার বিকেল’-এ অভিনয় করেছেন ইয়াদ হুরানি, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত, ইরেশ যাকের, মামুনুর রশীদসহ অনেকে।

মন্তব্যসাতদিনের সেরা