kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

আরো খবর

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

টম হার্ডি হতে পারেন নয়া জেমস বন্ড

► জার্মানির বিখ্যাত ব্যাবিলন থিয়েটারে হতে যাচ্ছে ‘ইন্দো-জার্মানি চলচ্চিত্র সপ্তাহ’। সেখানে ২৪, ২৬ ও ২৮ সেপ্টেম্বর দেখানো হবে জয়া আহসানের ‘রবিবার’।

► একসঙ্গে ১০টি গানের শুটিং করতে কক্সবাজার গেলেন শাহীন সুমন। গানগুলো ব্যবহার করা হবে ‘মাফিয়া’ ওয়েব সিরিজে।

► সালমান শাহর এক অন্ধ ভক্তকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘স্বপ্নের ফেরিওয়ালা’। শুটিং শুরু অক্টোবর থেকে।

► ২০১৫ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন পায়েল ঘোষ। এই অভিযোগ সামনে আসার পর কঙ্গনা রানাওয়াত অনুরাগকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অনুরাগ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘বিষয়টি ভিত্তিহীন’।

► এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ বলেছেন, তাঁর ‘হাসি তো ফাঁসি’ ছবিতে টিভি অভিনেতা বলে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করতে চাননি পরিণীতি চোপড়া। এ ছাড়া অনুরাগ আরো জানিয়েছেন, তাঁর ‘বম্বে ভেলভেট’-এ তিনি রণবীর সিংকে নিতে চাইলেও প্রযোজনা সংস্থার চাপে বাধ্য হয়ে রণবির কাপুরকে নেন।

► নতুন জেমস বন্ড হচ্ছেন টম হার্ডি—এমন জোর গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

► মহেশবাবুর ‘সারকারু ভারি পাটা’য় দেখা যেতে পারে বিদ্যা বালানকে।

► গেল বছরের হিট বলিউড ছবি ‘আন্ধাধুন’-এর তেলেগু রিমেকে দেখা যাবে নীতীন ও তামান্ন ভাটিয়াকে।

মন্তব্যসাতদিনের সেরা