kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

নতুন করে ওয়ানাবি

রংবেরং ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন করে ওয়ানাবি

১৯৯৬ সালের ২১ জুন নিঃসন্দেহে সংগীতপ্রেমীদের কাছে স্মরণীয় দিন। এই দিনই মুক্তি পেয়েছিল সেই দশকের অন্যতম হিট গান ‘ওয়ানাবি’। ব্রিটিশ নারীদের ব্যান্ড স্পাইস গার্লসের তুমুল হিট গানটির ২৫তম বার্ষিকী আগামী বছর। এ উপলক্ষে ভক্তদের জন্য গানটির রিবুট সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি। আনুষ্ঠানিক ঘোষণা এলেও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গানটি নিয়ে কাজ চলছে। ব্যান্ডটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, করোনার প্রকোপ না থাকলে ২০২১ সালের শুরুর দিকে ঘটা করে ব্যান্ডের ২৫তম বার্ষিকী উদ্‌যাপন করা হতো। তার পরও ভক্তদের বড় কিছু চমক দিতে চায় স্পাইস গার্লস। তাদের জনপ্রিয় গান ‘ওয়ানাবি’র রিবুট তারই একটি। মুক্তির পর সে বছর ব্রিট অ্যাওয়ার্ডসে ‘ব্রিটিশ সিঙ্গল অব দ্য ইয়ার’ হয়েছিল গানটি। যুক্তরাষ্ট্রে মুক্তির পর টানা চার সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ছিল। এ ছাড়া বিক্রির দিক থেকেও রেকর্ড গড়ে সিঙ্গলটি। এটি নারী ব্যান্ডদলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রীত সিঙ্গল।

 

সূত্র : ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা