kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

চলচ্চিত্রে নকীব খানের সুরে সামিনা

রংবেরং প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচলচ্চিত্রে নকীব খানের সুরে সামিনা

রেকর্ডিংয়ে সামিনা চৌধুরী, কৌশিক শংকর দাশ ও নকীব খান

১৯৮৬ সালে সামিনা চৌধুরীর প্রথম অ্যালবাম ‘শৈশবের দিনগুলো’র সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন নকীব খান। পরে এই জুটির বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। এবার নকীব খানের সংগীত পরিচালনায় প্রথম ছবিতে গাইলেন সামিনা চৌধুরী। কৌশিক শংকর দাশের চলচ্চিত্র ‘পাঞ্চ’-এর তিনটি গানের দুটির সুর করেছেন নকীব খান। বাপ্পা মজুমদারের স্টুডিওতে গত শনিবার সন্ধ্যায় একটি গানে কণ্ঠ দেন সামিনা। ‘এখনো অলস রাত বাকি’ শিরোনামের গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী।

নকীব খান বলেন, ‘এটি একটি পার্টি সং। জ্যাজ, ব্লুজ মিউজিকের সঙ্গে পিয়ানো, স্যাক্সোফোন, ড্রাম ব্যবহার করেছি। গিটার ও কি-বোর্ড ব্যবহার করিনি। গানটির যে আবেদন সেটি সামিনার কণ্ঠেই ভালো পাওয়া যাবে। তাই তাঁকে দিয়ে গানটি গাইয়েছি।’

এর আগে ইফতেখার আহমেদ ফাহমির ‘টু বি কন্টিনিউড’-এ একটি গান করেছিলেন নকীব খান। কিন্তু এটিকে চলচ্চিত্রের গান মানতে নারাজ তিনি। ‘পাঞ্চ’কেই তাঁর প্রথম চলচ্চিত্র বলতে চান তিনি। কারণটি জানিয়ে বললেন, ‘২০১০ সালে যখন গানটি করি, তখন জানতাম নাটকের জন্য গানটি করছি। সাত বছর পর ছবিটি হলে মুক্তি পাবে সেটি আমি জানতামই না।’

প্রায় পাঁচ দশকের সংগীত ক্যারিয়ারে চলচ্চিত্রের গানে জনপ্রিয় এই সুরকার-গায়ককে পাওয়া যায়নি কেন? নকীব বললেন, ‘সিনেমার গানে বরাবরই পূর্ণ স্বাধীনতা চেয়েছি। যে ধরনের ছবিতে কাজ করতে চেয়েছি, যেমন গান করতে চেয়েছি, তেমন সুযোগ পাইনি বলেই এত দিন কাজ করা হয়নি। এখানে সে সুযোগটি পেয়েছি।’

‘পাঞ্চ’-এর পরিচালক কৌশিক বলেন, ‘আগেই ঠিক করে রেখেছিলাম নকীব ভাইকে দিয়ে সুর করাব আর সামিনা আপাকে দিয়ে গাওয়াব। দুজনই আমার ভীষণ প্রিয় শিল্পী। তা ছাড়া সিনেমায় যে মেজাজের গান প্রয়োজন, তার জন্য এ দুজনের বিকল্প আছে বলে আমার মনে হয়নি।’

‘পাঞ্চ’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর ও মেঘলা মুক্তা। এ বছরের ২৯ ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। টানা ৯ দিন শুটিংয়ের পর করোনার কারণে বন্ধ হয়ে যায়। পরিচালক জানালেন, নতুন বছরের শুরুতে আবার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা