kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

আরো খবর

২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

সুশান্তের মোমের মূর্তির পাশে ভাস্কর

♦ ওপার বাংলায় প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি বানালেন আসানসোলের সুকান্ত রায়।

♦ ‘বিগ বস ৭’ বিজয়ী মডেল-অভিনেত্রী গওহর খানের নতুন প্রেমিক জাইফ দরবার। সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জাইফ। ছেলের প্রেমের খবরটি জানিয়েছেন ইসমাইল নিজেই।

♦ কঙ্গনা রানাওয়াতকে কটাক্ষ করে বন্ধু অনুরাগ কাশ্যপ টুইটারে উপদেশ দিয়েছেন, সীমান্তে গিয়ে চীনের সেনাদের পিছু হটিয়ে যেন দেশকে রক্ষা করেন। উত্তরে অভিনেত্রীও পরিচালককে পরামর্শ দিয়েছেন সামনের অলিম্পিকে নাম লেখানোর।

♦ ‘জোকার’-এর দুটি সিক্যুয়ালের জন্য ৪১৫ কোটি টাকায় চুক্তিবদ্ধ হলেন সিরিজের প্রথম কিস্তির অভিনেতা হকিন ফিনিক্স।

♦ গায়ক ভ্যান হান্টের নামাঙ্কিত টি-শার্ট গায়ে দেওয়া একটি ছবি টুইটারে দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালে বেরি। এর পর থেকেই তাঁদের প্রেমের গুজব ছড়িয়ে পড়েছে অনলাইনে।

মন্তব্যসাতদিনের সেরা