kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

শহিদের নায়িকা

রংবেরং ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশহিদের নায়িকা

দিশা পাটানি

এক ‘কবির সিং’ বদলে দিয়েছে শহিদ কাপুরের ক্যারিয়ার গ্রাফ। গেল বছর ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করা ছবিটির পর একের পর এক বড় প্রজেক্ট পাচ্ছেন অভিনেতা। শশাঙ্ক খৈতানের পরের ছবি ‘যোধা’তে মূল ভূমিকায় দেখা যাবে শহিদকে। ছবিতে তাঁর নায়িকা হবেন দিশা পাটানি। এ ছবি দিয়েই প্রথমবারের মতো জুটি হবেন শহিদ-দিশা। ছবিটি প্রযোজনা করবেন করণ জোহর। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফিল্মফেয়ার নিশ্চিত করেছে, নভেম্বরেই শুরু হবে শুটিং। ছবির গল্প ভীষণ পছন্দ করেছেন দিশা। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, নায়িকা চরিত্রে দিশাই পরিচালকের প্রথম পছন্দ। শহিদ মূল চরিত্র করলেও দিশার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তাঁর চরিত্রে অনেক ধাপ আছে, যা পর্দায় ফুটিয়ে তুলতে মুখিয়ে আছেন দিশা। এ বছরের শুরুর দিকে দিশা অভিনীত ‘মালাং’ সুপারহিট হয়। এ ছাড়া হাতে আছে ‘এক ভিলেন ২’। অন্যদিকে শহিদ এখন ব্যস্ত হিট তেলেগু ছবি ‘জার্সি’র রিমেকের শুটিং নিয়ে।

 

সূত্র : ফিল্মফেয়ার

মন্তব্য