kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

বিরতি ভাঙবেন এপ্রিলে

রংবেরং ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিরতি ভাঙবেন এপ্রিলে

আনুশকা শর্মা

আনুশকা শর্মার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটির জন্য তিনি শুটিং করেন ২০১৭ সালের শেষের দিকে। এরপর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। মাঝে গুঞ্জন উঠেছিল, বড় বাজেটের দক্ষিণী ছবি ‘আদিপুরুষ’ দিয়ে ফিরবেন। প্রভাস-সাইফ আলী খান অভিনীত ছবির প্রধান নায়িকা হবেন আনুশকা। কিন্তু নতুন খবর, শেষ পর্যন্ত ছবিটি করছেন না তিনি। ২০২১ সালের জানুয়ারিতে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা আনুশকা এপ্রিলের শেষ সপ্তাহের আগে শুটিংয়ে ফিরবেন না। অন্যদিকে ‘আদিপুরুষ’-এর শুটিং জানুয়ারি-ফেব্রুয়ারিতেই শুরু হওয়ার কথা। সব মিলিয়ে ছবিটি করা হচ্ছে না অভিনেত্রীর। ২০২১ সালের এপ্রিলে ফিরলে অভিনেত্রীর জন্য সেটা হবে প্রায় সাড়ে তিন বছর পর কাজে ফেরা। তবে নিজে অভিনয় না করলেও প্রযোজনায় ব্যস্ত ছিলেন আনুশকা। উপহার দিয়েছেন ‘পাতাললোক’, ‘বুলবুল’-এর মতো প্রশংসিত ওয়েব সিরিজ ও সিনেমা। এ ছাড়া তাঁর পোশাক ব্র্যান্ড ‘নুশ’-এর ব্যাপক প্রসার ঘটিয়েছেন গেল দুই বছরে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসাতদিনের সেরা