kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

কিয়ারাকে দিয়েই শুরু

রংবেরং ডেস্ক   

১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিয়ারাকে দিয়েই শুরু

সেই মার্চ থেকে ভারতে প্রেক্ষাগৃহ বন্ধ। ছয় মাস টানা বন্ধ থাকায় বিপদে পড়েছেন প্রযোজকরা। এর মধ্যে অনেক ছবি সরাসরি ওটিটিতে মুক্তি পেলেও প্রচুর ছবি এখনো আটকে আছে। তবে শোনা যাচ্ছে, অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে ভারতের প্রেক্ষাগৃহ খুলে যাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহেই দশর্করা দেখতে পাবে কিয়ারা আদভানির ‘ইন্দু কি জওয়ানি’। কিয়ারা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, আজ [১৬ সেপ্টেম্বর] ভক্তদের বড় খবর দেবেন। এই ‘বড় খবর’ যে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির, সেটা প্রায় নিশ্চিত। ছবির একজন প্রযোজক বলিউড হাঙ্গামাকে বলেছেন, ‘প্রায় সারা দুনিয়াতেই সিনেমা হল খুলে গেছে। আমাদেরও সেভাবেই প্রস্তুতি নিয়ে খুলতে হবে। আমরা অক্টোবরের শুরুতে হল খোলার ব্যাপারে সরকারের সবুজ সংকেত পেয়েছি।’

বাঙালি পরিচালক আবীর সেনগুপ্তর প্রথম হিন্দি ছবিতে কিয়ারা ছাড়াও আছেন আদিত্য সিল, মল্লিকা দুয়া। ছবিটি ৫ জুন মুক্তি পাওয়ার কথা ছিল।

 

সূত্র : বলিউড হাঙ্গামা

মন্তব্যসাতদিনের সেরা