kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

হৃদিতার মাঝে অন্য ছবি নয়

রংবেরং প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহৃদিতার মাঝে অন্য ছবি নয়

সরকারি অনুদান পাওয়া ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’য় অভিনয় করবেন পূজা চেরি। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে তাঁরই চিত্রনাট্যে ছবিটিতে ‘হৃদিতা’ চরিত্রেই পাওয়া যাবে পূজাকে। চরিত্রটি নিয়ে দারুণ আশাবাদী পূজা। এক মাস ধরে হৃদিতা হয়ে উঠতে মানসিক প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই মূল উপন্যাস পড়েছেন। এখন নিয়মিত পড়ছেন পাণ্ডুলিপি। শুধু তাই নয়, প্রতি সপ্তাহেই পরিচালকদের সঙ্গে করছেন ওয়ার্কশপ। পূজা বলেন, ‘নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পাব ছবিটিতে। আশির দশকের একজন তরুণীর চরিত্র। ফলে আমার লুকে বেশ পরিবর্তন আনতে হবে। সেটা নিয়ে ড্রেস ডিজাইনার ও মেকআপ আর্টিস্টরা কাজ শুরু করেছেন। এই মুহৃর্তে আমি হৃদিতার বাইরে আর কিছু চিন্তা করছি না।’ এদিকে গত সপ্তাহে পূজা রবিন খানের পরিচালনায় একটি ছবির প্রস্তাব পেয়েছিলেন। বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকেও ডাক এসেছিল মাঝে। কিন্তু আর কোনো ছবি আপাতত হাতে নেবেন না বলে জানালেন পূজা, ‘আমি চাই না এক ছবির লুক অন্য ছবিতে ফুটে উঠুক। এ কারণে বিনয়ের সঙ্গে সবাইকে ফিরিয়ে দিয়েছি।’

মন্তব্যসাতদিনের সেরা