kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

আরো খবর

১৪ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে❏ ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্তর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মনীষা কৈরালা, আরশাদ ওয়ার্সি। বুধবার রাতে অভিনেতাকে দেখতে তাঁর বাড়িতে যান রণবির কাপুর ও আলিয়া ভাট। ‘সনজু’তে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেন রণবির। কয়েক দিনের মধ্যেই সঞ্জয় চিকিত্সার জন্য সিঙ্গাপুর অথবা যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানা গেছে।

❏ ‘গুঞ্জন সাক্সেনা’ দেখে জাহ্নবী কাপুরের ভূয়সী প্রশংসা করছেন হৃতিক রোশান।

❏ ‘তখত’-এর আগে করণ জোহরের আরেকটি ছবিতে দেখা যেতে পারে রণবীর সিং-আলিয়া ভাট জুটিকে।

❏ ভার্জিনিয়া ফেইটোর মুক্তির অপেক্ষায় থাকা উপন্যাস অবলম্বনে সাইকো-থ্রিলার ‘মিসেস মার্চ’-এ অভিনয় করবেন এলিজাবেথ মস।

❏ যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে ‘টেনেট’-এর টিকিট বিক্রি শুরু করেছে। ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা ক্রিস্টোফার নোলানের আলোচিত ছবিটির।

❏ ঐতিহাসিক ‘টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’ ব্র্যান্ড নাম বাদ দিয়েছে ওয়াল্ট ডিজনি। এখন থেকে তাদের স্টুডিও পরিচিতি পাবে ‘টোয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওজ’ নামে। ১৯৩৫ সাল থেকে আগের নামটি ব্যবহার করে আসছিল ডিজনি।

মন্তব্যসাতদিনের সেরা