kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

কাগজের ফুল ফুটবে

রংবেরং প্রতিবেদক   

১৪ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাগজের ফুল ফুটবে

‘কাগজের ফুল’ ছবির জন্য লোকেশন দেখে মানিকগঞ্জ থেকে ফিরছিলেন তারেক মাসুদ ও মিশুক মুনীর। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁরা। গতকাল ছিল প্রয়াত এ দুই চলচ্চিত্রকর্মীর নবম মৃত্যুদিবস। তাঁদের মৃত্যুর পর থেকে ‘কাগজের ফুল’ ছবির নির্মাণকাজ থমকে আছে। তারেক মাসুদের সহকারী প্রসূন রহমান গতকাল বলেন, “এটি তারেক মাসুদের স্বপ্নের প্রজেক্ট। ‘কাগজের ফুল’ ফুটবেই। অনেক বড় ছবি হবে এটি। সময় লাগবে, তবে আমরা এই ছবি বানাবই।”

২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ছবিটি। প্রথম কিস্তির টাকাও পেয়েছেন প্রযোজক ক্যাথরিন মাসুদ। তখন ছবি নির্মাণের মানসিক প্রস্তুতি না থাকায় সেই অর্থ ফিরিয়ে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু নানা জটিলতায় ফেরত দেওয়া হয়নি। বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র বিষয়ে পড়াচ্ছেন ক্যাথরিন। তিনিও জানালেন, ছবিটির নির্মাণ নিয়ে তিনি আশাবাদী।

 

মন্তব্যসাতদিনের সেরা