kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

আরো খবর

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে►        বাংলাদেশে যাত্রা শুরু করছে ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইরোস নাউ। প্রতিষ্ঠানটি বাংলাদেশি নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ ক্রয়ের পাশাপাশি প্রযোজনাও করবে বলে জানা গেছে।

►       করণ জোহর প্রযোজিত নতুন ছবিতে দেখা যাবে অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানিকে।

►       হুলুর নতুন কমেডি সিরিজ ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’- এ অভিনয় করবেন সেলেনা গোমেজ।

►       লকডাউনে ‘জুনো’র লেখক ডিয়াবলো কোডির সঙ্গে চিত্রনাট্য লিখছেন গায়িকা ম্যাডোনা। 

►       বৈরুতে বিস্ফোরণের পর লেবাননভিত্তিক একটি সংস্থাকে এক লাখ ডলার অনুদান দিয়েছেন জর্জ ও আমল ক্লুনি।

►        গুলেইর্মো ডেল তোরের এনিমেশন ছবি ‘ট্রলহান্টার্স—রাইজ অব দ্য টাইটানস’ সামনের বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

►       রোমান পোলানস্কির ক্লাসিক ‘চায়নাটাউন’ নির্মাণের পেছনের গল্প নিয়ে তৈরি হবে সিনেমা ‘দ্য বিগ গুডবাই’। নির্মাণ করবেন অভিনেতা-পরিচালক বেন অ্যাফ্লেক। চিত্রনাট্য লেখা ও সহ-প্রযোজনাও করবেন অভিনেতা।

►       সত্য ঘটনা অবলম্বনে হুলুর নতুন সিরিজের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এল ফ্যানিং। 

►       ‘লাল সিং চাড্ডা’র পরের কিস্তির শুটিংয়ের জন্য তুরস্ক যাত্রা করেছেন আমির খান।

►        প্রথম ছবি মাঝপথে বন্ধ হয়ে যাওয়া, সাত-আটটি ছবি চূড়ান্ত হওয়ার পরও হাতছাড়া হওয়ায় ‘অপয়া’ তকমা পেয়েছিলেন বিদ্যা বালান।

মন্তব্যসাতদিনের সেরা