kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

জানেন জাহ্নবীও

রংবেরং ডেস্ক   

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজানেন জাহ্নবীও

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে নতুন করে শুরু হয়েছে স্বজনপ্রীতি বিতর্ক। এ জন্য ১২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘গুঞ্জন সাক্সেনা—দ্য কারগিল গার্ল’ পড়েছে ভালো বিপদে। ছবির প্রযোজক করণ জোহর, যাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতির সবচেয়ে বড় অভিযোগ। প্রধান চরিত্রে আছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর, যাঁর অভিনয় নিয়ে অনেক সমালোচনা। তাই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই জাহ্নবীকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বাস্তবতা বুঝছেন জাহ্নবীও। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে যা বুঝেছি তা হলো অসাধারণ না হলে মানুষ আমাকে গ্রহণ করবে না। এটা আমার জন্যও ভালো, কারণ অসাধারণ কিছু হওয়ার আগে সন্তুষ্ট হতে পারব না।’

মা শ্রীদেবীর কারণেই খুব সহজে বলিউডে সুযোগ পেয়েছেন সেই সত্যও মেনে নিয়েছেন জাহ্নবী, ‘এটাই সত্য, বিশেষ কিছু প্রমাণ না করেই খুব সহজে বলিউডে কাজ পেয়েছি। আমার উচিত নিজের সবটা দিয়ে এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা।’ তবে এখন সব বিতর্ক ভুলে সবাইকে তাঁর নতুন ছবি দেখার আহ্বান জানান অভিনেত্রী। কারগিল যুদ্ধে অংশ নেওয়ার ভারতীয় যুদ্ধবিমানের পাইলট গুঞ্জন সাক্সেনার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসাতদিনের সেরা