kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

আরো খবর

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►       ‘সাপলুডু’র পর দ্বিতীয় ছবি ‘অপ্রত্যাশিত’ নির্মাণের ঘোষণা দিয়েছেন গোলাম সোহরাব দোদুল। বাংলার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষায় নির্মিত হবে ছবিটি, জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট।

►        ১০ আগস্ট বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী তিতান চৌধুরী। বর তড়িৎ প্রকৌশলী প্রান্তিক দত্ত।

►    করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। ৫ আগস্ট কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন।

►        ৫ আগস্ট রাতে মুম্বাইয়ে বাড়ির রান্নাঘরে মিলল ‘ইয়ে রিশতে হ্যায় পেয়ার কে’ খ্যাত অভিনেতা সমির শর্মার ঝুলন্ত লাশ।

►        তারকা শেফদের নিয়ে সেলেনা গোমেজের শো ‘সেলেনা প্লাস শেফ’ এইচবিওতে শুরু হবে ১৩ আগস্ট।

►        ডিজনির লাইভ অ্যাকশন ‘পিনোকিও’-তে জেপেত্তো হতে পারেন টম হ্যাংকস।

►        অ্যাপল টিভির নতুন সিরিজ প্রযোজনা করবে রবার্ট ডাউনি জুনিয়রের প্রযোজনা সংস্থা। এর আগে এ বছর এইচবিওর ‘পেরি ম্যাসন’ও প্রযোজনা করে সংস্থাটি।

মন্তব্যসাতদিনের সেরা