kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

শান্তি পেয়েই অভিনয় ছাড়েন

রংবেরং ডেস্ক   

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশান্তি পেয়েই অভিনয় ছাড়েন

ক্যামেরন ডিয়াজ

২০১৪ সালে সর্বশেষ ‘ব্যাড টিচার’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর আর পর্দায় দেখা যায়নি একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজকে। বছর দুই আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি হলিউড থেকে অবসরে গেছেন, অভিনয় আর মিস করেন না। কিন্তু কেন আচানক এই বিদায়? ইউটিউবে অভিনেত্রী গিনেথ প্যালট্রোর সঙ্গে আলাপচারিতায় অবশেষে সেটা খোলাসা করলেন অভিনেত্রী। বললেন, শান্তির খোঁজ পেয়েই তিনি অভিনয় ছাড়েন। ‘আমি আত্মার শান্তি খুঁজে পেয়েছি। কারণ শেষমেশ আমি নিজের দেখভাল করতে পারছিলাম। আমি জানি এই উত্তর অনেকেই বুঝবে না। কিন্তু তুমি [প্যালট্রো] ঠিকই বুঝবে।’

সব সময় গণমাধ্যম, সাধারণ মানুষসহ সবার মনোযোগের কেন্দ্রে থাকার চাপ থেকে মুক্ত হওয়া যে তাঁর অভিনয় ছাড়ার বড় কারণ সেটাও জানান ডিয়াজ, ‘আপনি যখন সিনেমায় কাজ করবেন তখন আপনি আর নিজের থাকবেন না। অন্যরা আপনাকে নিয়ন্ত্রণ করবে। সারা দিনের ১২ ঘণ্টা আপনার কাছ থেকে চলে যাবে। এটা চলতে চলতে একসময় আমি বুঝতে পারি নিজের জীবনের নিয়ন্ত্রণ আসলে আমার হাতে নেই। তাই ঠিক করি, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই নেব।’

অভিনয় ছাড়ার পরপরই ডিয়াজ ব্যবসায় মনোযোগী হয়েছেন, বই লিখেছেন। ২০১৫ সালে গায়ক বেনজি মেডেনকে বিয়ে করেন। এ বছরের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়।

সূত্র : ইউএস টুডে

মন্তব্যসাতদিনের সেরা