kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

ফের রেকর্ড

রংবেরং ডেস্ক   

৫ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১৭ বছরের ক্যারিয়ারে কত হিসাব-নিকাশই ওলটপালট করেছেন টেইলর সুইফট। আগের মুক্তি পাওয়া ছয়টি অ্যালবামই কোনো না কোনো রেকর্ড গড়েছে। সপ্তমটি ‘ফোকলোর’ও ব্যতিক্রম হলো না। কোনো পূর্বঘোষণা ছাড়াই ২৪ জুলাই মুক্তি পাওয়া অ্যালবামটি প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছে পাঁচ লাখ কপিরও বেশি! শুধু এটিই নয়, সুইফটের আগের ছয়টি অ্যালবামও প্রথম সপ্তাহে অন্তত পাঁচ লাখ কপি বিক্রি হয়েছে। সুইফটই প্রথম শিল্পী হিসেবে এই রেকর্ড গড়লেন। কেবল এটিই নয়, সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা গড়েছেন আরো রেকর্ড। ‘ফোকলোর’ ভেঙে দিয়েছে ২০২০ সালে প্রথম সপ্তাহে অ্যালবাম বিক্রির রেকর্ড। এ ছাড়া গায়িকার টানা সপ্তম অ্যালবাম হিসেবে এটি মুক্তির পরই বিলবোর্ড হট ২০০ অ্যালবাম টপ চার্টের শীর্ষে উঠে এসেছে। এর মধ্যেই সংগীত বাণিজ্য বিশ্লেষকরা বলে দিয়েছেন, বছরের সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম হতে যাচ্ছে ‘ফোকলোর’। ‘রোলিং স্টোন’-এর এক সমালোচক মন্তব্য করেছেন, গেল বছর সুইফটের ষষ্ঠ অ্যালবাম ‘লাভার’ প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি। এই ব্যর্থতাই সম্ভবত তাতিয়ে দিয়েছে সুইফটকে। সাফল্যে উচ্ছ্বসিত গায়িকা ভক্তদের ধন্যবাদ জানিয়ে কথা দিয়েছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই কনসার্ট শুরু করার।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসাতদিনের সেরা