kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

আবেগের চিঠি

রংবেরং ডেস্ক   

১৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবেগের চিঠি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পূর্ণ হয়েছে গতকাল। এ নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেতার কথিত প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ১৪ জুন সুশান্তর মৃত্যুর পর এই প্রথম মুখ খুললেন তিনি। সুশান্তর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘একজন ভালো মানুষের মধ্যে যা গুণ থাকতে পারে, তোমার মধ্যে তার সবটাই ছিল। আমাদের যে ভালোবাসা ছিল, তা আজ আর বর্ণনা করতে পারব না। যেখানেই থাকো শান্তিতে থাকো, সুশি। ৩০ দিন হলো তোমাকে হারিয়েছি...তবে সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব।’ সৌরজগৎ, পদার্থবিদ্যাসহ বিজ্ঞানের নানা বিষয়ে তুমুল আগ্রহ ছিল প্রয়াত অভিনেতার। সেসব কথা মনে করে রিয়া আরো লিখেছেন, “এখনো নিজের আবেগ-অনুভূতির সঙ্গে লড়াই করে যাচ্ছি। তুমি যে আর নেই, এই সত্যটার সঙ্গে বোধ হয় কখনো মানিয়ে নিতে পারব না। আমি জানি, তুমি খুব শান্তিতে আছ। ‘প্রিয় পদার্থবিদ’কে চাঁদ, তারা—গোটা ব্রহ্মাণ্ড বরণ করে নিয়েছে। তুমি এখন শুটিং স্টার। আমি আমার শুটিং স্টারের জন্য অপেক্ষা করব।”

সূত্র : এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা