kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

আরো খবর

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►          প্রথমবারের মতো সৃজিত মুখার্জির সিনেমায় প্রধান চরিত্র করবেন জিৎ। অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হবে নাম ঠিক না হওয়া ছবিটি। এ নিয়ে জিৎ-সৃজিতের মধ্যে বৈঠক হলেও ছবির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। এর আগে সৃজিতের ‘হেমলক সোসাইটি’তে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল জিেক।

►          তাপসী পান্নু জানিয়েছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহাসহ অনেক তারকা থাকলেও ‘মিশন মঙ্গল’ করতে তিনি রাজি হয়েছিলেন ছবির বিষয়বস্তুর কারণে। মঙ্গলগ্রহে ভারতের মিশন নিয়ে তৈরি ছবির গর্বিত অংশীদার হতে চেয়েছেন।

►          সনু সুদ জানিয়েছেন, অন্তত ৪০০ পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় তাঁর, বিভিন্নভাবে তাদের আর্থিক সাহায্য দেন। এসব শ্রমিক ভারতে লকডাউন চলার সময় হেঁটে নিজ নিজ রাজ্যে ফেরার সময় আহত বা নিহত হয়েছেন। 

►          সাবেক স্ত্রী আর্মার হার্ডের সঙ্গে অভিনেতা এলন মাস্কের সম্পর্কের কথা লন্ডন আদালতকে জানিয়েছেন জনি ডেপ। আদালতে ডেপের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা