kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

ঘোষণাতেই শেষ?

রংবেরং প্রতিবেদক   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআগেও ঘোষণার পর অনেক ছবি শুটিং পর্যন্ত গড়ায়নি। কেবল ছবির ঘোষণাই নয়, বলিউড কিংবা টলিউডের অনেক তারকা বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন এমন খবর প্রকাশ পেলেও বাস্তবে তা দেখা যায়নি। এবার করোনায় কি সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে! শাকিব খান তাঁর এস কে ফিল্মসের ব্যানারে পাঁচটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। প্রকাশ করেছেন পরিচালকদের তালিকাও। কিন্তু এখনো কোনো ছবি শুটিং ফ্লোরে গড়ানো তো দূরের কথা, পাণ্ডুলিপিই শেষ হয়নি বলে জানালেন আব্দুল্লাহ জহির বাবু। শাকিব খান প্রযোজিত আগের দুই ছবি ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’-এর গল্পকার বাবু বলেন, “মালেক আফসারী ভাইয়ের ‘হ্যাকার’-এর গল্প লেখার কাজ শুরু করেছিলাম। কিন্তু চূড়ান্ত হয়নি এখনো। ঈদের আগে হয়তো আমরা আর গল্প নিয়ে বসতে পারব না। এদিকে বদিউল আলম খোকন ভাইয়ের একটি ছবির গল্প লেখার কথা। বাস্তব ঘটনা নিয়ে গল্প, তাই বেশ পড়াশোনা করতে হচ্ছে। সেটাও ঈদের আগে শুরু হবে বলে মনে হচ্ছে না। শাকিব খান প্রযোজিত বাকি ছবিগুলোর কথা আমি জানি না।”

কলকাতার নায়ক দেবকে নিয়ে ১০টি ছবির ঘোষণা দিয়েছিল শাপলা মিডিয়া। এর একটি তো কোরবানির ঈদেই মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু কোনো ছবির কাজ এখনো শুরু হয়নি। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘কমান্ডো’তে অভিনয় করছেন দেব। ছবিটির পরিচালক শামীম আহমেদ রনী। তিনিই দেবকে নিয়ে এই প্রতিষ্ঠানের একাধিক ছবি নির্মাণ করবেন বলে শোনা গিয়েছিল। রনী বলেন, ‘দেব দাদা আমাকে শিডিউল দিয়েছিলেন। বাকি শিল্পীদের শিডিউল মেলাতে পারিনি। করোনার কারণে কেউ শুটিং করতে রাজি হচ্ছেন না। ফলে আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’

চলমান করোনা পরিস্থিতির মাঝেই আরেকটি ঘোষণা বেশ তাক লাগিয়ে দিয়েছিল ঢালিউড দর্শকদের। দীপংকর দীপন, অনন্য মামুন ও সৈকত নাসির—তিন পরিচালক একসঙ্গে ‘ত্রিভুজ’ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কোরবানির ঈদেই ছবিটি মুক্তি দেওয়ার কথা! কী হলো সেই ঘোষণার? অনন্য মামুন বলেন, ‘আমরা ভেবেছিলাম জুনের প্রথম সপ্তাহ নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শুটিং শুরু করব। কিন্তু সেটা সম্ভব হয়নি। ফলে আগাম কিছু বলতে চাই না। পরিস্থিতি এখনো খুব একটা সুবিধার নয়। কী দরকার একজন প্রযোজকের কোটি টাকা জলে ফেলার!’

মন্তব্যসাতদিনের সেরা