kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

৩ বছরে ৪ কোটি

রংবেরং ডেস্ক   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৩ বছরে ৪ কোটি

২০১৭ সালে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে যোগ দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। মাত্র তিন বছরেই ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা চার কোটি ছাড়াল। এই মাইলফলক ছুঁয়ে এক ভিডিও বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ক্যাট, ‘৪ কোটির বড় মাইলফলক...সবাইকে ভালোবাসা।’ সাধারণত নিজের ইনস্টাগ্রামে ছবির শুটিং, বেড়ানোসহ নানা ধরনের ছবি পোস্ট করেন অভিনেত্রী। তবে এই লকডাউনের সময় ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয়দের একজন ছিলেন ক্যাট। গৃহস্থালির নানা কাজ করা, বাদ্যযন্ত্র শেখা, ঘরে বসেই নিজেকে ফিট রাখার ছবি ও ভিডিও দিয়ে আলোচিত ছিলেন তিনি। সবশেষ গেল কয়েক সপ্তাহে দিয়েছেন নিজের তোলা ছবি। সেগুলোও ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়েছে।

এদিকে করোনার কারণে ক্যাটরিনার স্থগিত হওয়া ছবি ‘সূর্যবংশী’র মুক্তির তারিখ দ্রুতই ঘোষণা হবে বলে জানা গেছে। মার্চের শেষ সপ্তাহে মুক্তির কথা থাকলেও এখন শোনা যাচ্ছে বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে রোহিত শেঠির ছবিটি। ‘সূর্যবংশী’র প্রধান চরিত্রে আছেন অক্ষয় কুমার।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া 

মন্তব্যসাতদিনের সেরা