kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

আরো খবর

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি হওয়া নিয়ে ভীষণ উত্তেজিত বাণী কাপুর। জানিয়েছেন, গেল চার বছরে বলিউডের সবচেয়ে ধারাবাহিক হিট ছবির নায়কের সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে আছেন। অক্ষয়-বাণীর ‘বেল বটম’ মুক্তি পাবে ২০২১ সালে।

► র‌্যাপার কার্ডি বি শিশুদের পোশাক ব্র্যান্ড খুলছেন। দুই বছর বয়সী মেয়ের মা কার্ডি জানিয়েছেন, এর মধ্যেই তিনি নিজের নামে কম্পানির ট্রেডমার্কের আবেদন করেছেন। মূলত আর্থিক নিরাপত্তার কথা ভেবেই এ উদ্যোগ, জানিয়েছেন ২৭ বছর বয়সী গায়িকা।

► ব্যাপক সাফল্যের পর নেটফ্লিক্সের ছবি ‘এক্সট্রাকশন’-এর দ্বিতীয় কিস্তির ঘোষণা এসেছিল আগেই। এবার প্রযোজক ও চিত্রনাট্যকার জো রুশো জানিয়েছেন, প্রথমটির চেয়ে দ্বিতীয়টি আরো বড় ক্যানভাসে তৈরি হবে।

► ব্যাপক সাফল্য পাওয়া নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’ ষষ্ঠ সিজনে বর্ধিত করা হয়েছে।

► গ্রাফিক নভেল ‘স্লো ব্লাইন্ড’ নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জ্যাক গিলেনহাল। থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করবেন ‘দ্য গিলটি’ খ্যাত গাস্তব মোলার।

► করোনার কারণে দীর্ঘ বিরতির পর যুক্তরাজ্যে শুরু হয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড—ডোমিনিয়ন’-এর শুটিং।

মন্তব্যসাতদিনের সেরা