kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

আরো খবর

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

রণবীর সিং

► করোনা বেঁচে থাকার নানা বিকল্প উপায় দেখিয়েছে, মত রাকুলপ্রীত সিংয়ের। বলিউড অভিনেত্রী আরো মনে করেন, লকডাউনের কারণে চালু হওয়া ‘ভার্চুয়াল সংস্কৃতি’ আরো অনেক দিন থাকবে।

► নেটফ্লিক্সের ছবি ‘এক্সট্রাকশন’-এর ব্যাপক সাফল্যে কপাল খুলেছে বলিউড অভিনেতা রণদ্বীপ হুডার। হলিউডের এক ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন তিনি। এর ফলে পশ্চিমে আরো কাজ পাবেন বলে মনে করা হচ্ছে।

► সঞ্জয়লীলা বানসালির ছবি ‘গাঙ্গুবাঈ’-তে অতিথি চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। তবে খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ছবির প্রধান চরিত্রে আছেন আলিয়া ভাট।

► পরের ছবি ‘ধাকড়’ নিয়ে নির্মাতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন কঙ্গনা রানাওয়াত।

► ভারতে প্রথম দিকের নারী পরিচালক ফাতমা বেগমকে নিজের প্রেরণা হিসেবে উল্লেখ করেছেন সোনম কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা দীর্ঘ এক নোটে নিজের অকুতোভয় মনোভাবের কৃতিত্ব ফাতমাকে দিয়েছেন।

► দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অ্যাঞ্জেলিনা জোলির বাড়িতে দেখা গেছে ব্র্যাড পিটকে। যৌথভাবে সন্তানদের দেখভালের অংশ হিসেবেই অভিনেতার এ সফর।

► কেনি ওয়েস্ট জানিয়েছেন নির্বাচিত হলে সিনেমার ব্ল্যাক প্যান্থার যেভাবে ওকান্ডা পরিচালনা করেছে, তিনিও সেভাবে যুক্তরাষ্ট্র শাসন করবেন।

► অস্ট্রেলিয়ান অভিনেত্রী এলিজাবেথ দেবিকি বলেছেন ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁকে অভিনেত্রী হিসেবে শক্তিশালী করেছে। দেবিকিকে দেখা যাবে নোলানের নতুন সিনেমা ‘টেনেট’-এ।

► কৃষাঙ্গদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে গায়িকা বিয়ন্সের ফাউন্ডেশন।

মন্তব্য