kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

সপরিবারে আক্রান্ত

রংবেরং ডেস্ক   

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসপরিবারে আক্রান্ত

কোয়েল মল্লিক, তমা মির্জা

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তমা মির্জা। ১০ জুলাই তাঁর কভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রীর পরিবারে করোনা হানা দেয় দিন দশেক আগে। করোনায় আক্রান্ত হন তমার বাবা ও পারিবারিক ড্রাইভার। সাত দিন আগে পজিটিভ হন ছোট ভাইও। এরপর সন্দেহ থেকে পরীক্ষা করিয়েছিলেন তমা। ডাক্তারের পরামর্শে নিজের বাসাতেই আইসোলেশনে আছেন বলে জানান তিনি। তমা বলেন, ‘ডাক্তারের পরামর্শ মেনে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ 

অন্যদিকে ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর স্বামী প্রযোজক নিশপাল সিংও করোনায় আক্রান্ত হয়েছেন। কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকও পজিটিভ। ১০ জুলাই এক টুইটে কোয়েল নিজেই জানান এই তথ্য। তবে কোয়েল ও নিশপালের সদ্যোজাত সন্তানের কভিড পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। এখন কোয়েল ও নিশপাল তাঁদের বালিগঞ্জের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। রঞ্জিত ও দীপা আছেন গলফ রোডের বাড়িতে।

জি নিউজকে রঞ্জিত বলেন, ‘এটা (করোনা) লুকোচুরির কোনো বিষয় নয়। মানুষের সচেতন হওয়া জরুরি, তাই আমরা সবাইকে জানিয়েছি। কেউ যদি অসুস্থ বোধ করেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।’ নিশপাল বলেন, ‘তিন দিন আগে জ্বর ও সর্দি-কাশি নিয়ে ডাক্তারের কাছে গেলে তিনি কভিড-১৯ টেস্ট করার পরামর্শ দেন। সেই মতো টেস্ট করে পজিটিভ রেজাল্ট এসেছে। তবে আমাদের সন্তান ও আমার মা-বাবার ফল নেগেটিভ। এই মুহূর্তে তাঁরাই বাচ্চার দেখভাল করছেন।’

মন্তব্যসাতদিনের সেরা