kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

নির্মাতারা পেলেন অনুদানের প্রথম কিস্তি

৯ মাসের মধ্যে দিতে হবে ছবি

রংবেরং প্রতিবেদক   

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৯ মাসের মধ্যে দিতে হবে ছবি

২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিগুলোর নির্মাতারা গত সপ্তাহেই হাতে পেয়েছেন অনুদানের প্রথম কিস্তির অর্থ। এর মধ্যে কেউ কেউ প্রি-প্রডাকশনের কাজ শুরু করলেও বেশির ভাগ নির্মাতা করোনার কারণে কাজ শুরু করতে পারছেন না। অথচ এবারের অনুদান পাওয়া ছবিগুলোর নির্মাতাকে শর্ত দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারির ৯ মাসের মধ্যে ছবির কাজ শেষ করে জমা দিতে হবে।

বর্তমান পরিস্থিতিতে কি এটা সম্ভব? জানতে চাইলে ‘কাজল রেখা’র জন্য অনুদান পাওয়া নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমার মনে হয় না এত কম সময়ে ছবিটি জমা দিতে পারব। করোনার কারণে প্রি-প্রডাকশনের কাজই করতে পারছি না। এখনো ছবির পাত্র-পাত্রী ঠিক করে উঠতে পারিনি। হয়নি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি তৈরিও। আমার মনে হয় সরকারকে সময় বাড়াতে হবে। অবশ্য অনুদান নীতিমালার একটা জায়গায় উল্লেখ আছে যুক্তিযুক্ত কারণ দেখিয়ে সময় কিছুটা বাড়িয়ে নেওয়া যাবে। এখন দেখা যাক, মাত্র তো সময় শুরু।’

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প ‘যোদ্ধা’র জন্য অনুদান পেয়েছেন এস এ হক অলীক। তিনিও বললেন সেলিমের সুরে সুর মিলিয়ে, ‘আমার ছবিটি বড় ক্যানভাসের। গোঁজামিল দিয়ে শুটিং করা যাবে না। প্রি-প্রডাকশন থেকে শুরু করে পোস্ট প্রডাকশন—সব ক্ষেত্রেই গভীর মনোযোগ দিতে হবে। মাত্র ৯ মাসে ছবিটি শেষ করা সম্ভব হবে না। জানি না কবে করোনা থেকে পরিত্রাণ পাব! করোনা শেষ না হলে এত বড় ইউনিট নিয়ে শুটিং করাটাও বিপজ্জনক। অনুদান পাওয়া এবারের নির্মাতাদের নিয়ে খুব শিগগির বৈঠক হওয়ার কথা। আমরা সবাই মিলে সরকারের কাছ থেকে বর্ধিত সময় চেয়ে নেব।’

এবারের অনুদানে সর্বোচ্চ বাজেট পেয়েছেন মুশফিকুর রহমান গুলজার। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নির্মাণের জন্য তিনি পেয়েছেন ৭০ লাখ টাকা। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি গুলজার অবশ্য আশাবাদী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারবেন, ‘৯ মাস কম সময় নয়। এরই মধ্যে লোকেশন খুঁজে বের করেছি। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও কলকাতায় ছবিটির শুটিং করব। পোশাক তৈরির কাজও শেষের পথে। শিগগিরই ছবির অভিনেতা-অভিনেত্রীর নাম ঘোষণা করব। ঈদের পরের সপ্তাহ থেকেই শুরু করব শুটিং। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে ছবিটি সরকারকে বুঝিয়ে দিতে পারব।’

মন্তব্য