kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

টিভি হাইলাইটস

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

দীপ্ত টিভিতে দেখুন ‘বাহার’

করোনাভাইরাস

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন। নতুন এ ভাইরাস সম্পর্কে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন সব তথ্য। অনুষ্ঠানে একদল বিশেষজ্ঞ করোনা নিয়ে সব ধরনের প্রশ্নের উত্তর দেবেন। দেখা যাবে বিকেল ৪টা ৬ মিনিটে।

 

আজ থেকে বাহার

আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে তুর্কি সিরিজ  ‘কাদিন’-এর বাংলা সংস্করণ ‘বাহার’। দুই সন্তানকে নিয়ে সিরিজটির প্রধান চরিত্র বাহার চেসমেলির জীবন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় স্বামীকে হারায় বাহার। স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। তুরস্কে সিরিজটির প্রথম সিজন শুরু হয়েছিল ২০১৭ সালে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওজগে ওজপিরিচি।

মন্তব্যসাতদিনের সেরা